📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভূটানের জলের জন্য ভুগতে হচ্ছে বাংলাকে। সোমবার নবান্ন থেকে এই অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রকে দায়ী করলেন তিনি। তাঁর অভিযোগ, গঙ্গাভাঙনে একটি পয়সাও খরচ করেনি কেন্দ্র। যখন-তখন ডিভিসি জল ছেড়ে দেওয়া ফলে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা। এমনকী, আয়েত্রী নদীর উপর বাঁধ তৈরির কথা রাজ্যকে জানানো হয়নি বলেও অভিযোগ করা হয়েছে।
গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টির জেরে ভাসছে উত্তরবঙ্গ। পরিস্থিতি নিয়ে জানাতেই এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, গঙ্গার ভাঙন কেন্দ্রের দেখার কথা। বহু বছর ধরে তা দেখা হচ্ছে না। এমনকী বন্ধ ফরাক্কার ড্রেজিং কাজ। মুখ্যমন্ত্রী জানান, তিনি সাংসদ থাকার সময় ৭০০ কোটি টাকার প্যাকেজ তৈরি হয়েছিল। কিন্তু সেই টাকা আজ পর্যন্ত বাংলা পায়নি।
উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরির কথাও জানান মমতা। এই ব্যাপারে সেচ দফতর নজর রাখছে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি জানান, এবার থেকে ডিভিসি কতটা জল ছাড়বে, সেটা তাঁকে জানাতে হবে। কারণ, ডিভিসির জলের জন্য খানাকুল, আরামবাগ, গোঘাট, মেদিনীপুর, ঝাড়গ্রাম প্লাবিত হয়।
সবমিলিয়ে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির পাশাপাশি গঙ্গা ভাঙন নিয়ে এদিন ফের উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তবে দুই দিনাজপুরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেই দাবি করেছেন তিনি।