T20 বিশ্বকাপে ফাইনালের মেগা লড়াই, ১৭ বছর পর ইতিহাসের সামনে দাঁড়িয়ে রোহিত ব্রিগেড

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শনিবার বার্বাডোজে T20 বিশ্বকাপ ফাইনাল। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল জিতে ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। ১৩ বছর পর আইসিসি ট্রফি জয়ের সামনে দাঁড়িয়ে রোহিত ব্রিগেড। ২০০৭ সালে প্রথম T20 বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে জোহানেসবার্গে ট্রফি জয়। ২৪ বছরে পর আর কখনও T20 বিশ্বকাপ জেতেনি ভারত। তাই একটা ফাইনাল নিয়ে আবেগপ্রবণ দেশের আপামর ক্রিকেটপ্রেমীরা। এবার ফাইনাল জিতলে ধোনি পরবর্তী যুগে এই প্রথম ট্রফি জিতবে ভারত।

২০২৩ সালের ১৯ নভেম্বর। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে স্বপ্নভঙ্গ হয় ভারতের। ফাইনালে গোটা দেশ স্বপ্ন দেখছিল, বিশ্বকাপ জয়ের। ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জয়। ২০১১ সালের পর সেই একই রেকর্ডের সামনে দাঁড়িয়েছিল রোহিত ব্রিগেড। কিন্তু বিরাট-রোহিতদের হার বড় ধাক্কা ছিল ক্রিকেটভক্তদের কাছে। আট মাসের মধ্যে ফের T20 বিশ্বকাপের ফাইনালে বার্বাডোজে নামছে রোহিত শর্মা। এবার দক্ষিণ আফ্রিকা। সেই বিশ্বজয়ের স্বপ্নকে নতুন করে জাগিয়ে তুলেছেন রোহিত-পন্থরা।

এবার বিশ্বকাপে প্রথম থেকেই রান পাননি বিরাট কোহলি। চলতি বছর আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করেন তিনি। অরেঞ্জ ক্যাপও জেতেন। প্রত্যাশা করা হয়েছিল, এবার বিশ্বকাপে দারুণ ফর্মে পাওয়া যাবে বিরাটকে। কিন্তু তা হয়নি। বিশ্বকাপের ৭ ম্যাচে ৭৫ রান এসেছে তাঁর ব্যাটে। তবুও পরিকল্পনা থেকে সরেননি অধিনায়ক রোহিত। টানা রোহিতের সঙ্গে তিনিই ওপেন করেছেন। ফাইনালেও সেই অপরিবর্তিত একাদশ নিয়েই নামবে টিম ইন্ডিয়া। ফর্মে আছেন ক্যাপ্টেন নিজে। রেকর্ডের সামনেও দাঁড়িয়ে হিটম্যান। ফাইনালে ৩৪ রান করলেই সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে রেকর্ড গড়বেন তিনি। সেমিফাইনালে সূর্যকুমার যাদবের প্রশংসাও সব মহলে। ৩৬ বলে ৪৭ রান করেন তিনি। হার্দিকের পাওয়ারহিটিং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাজে লাগবে। ফর্ম পাননি ঋষভ পন্থ। বোলিং শক্তিতে দুরন্ত ছন্দে কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। আর আর্শদীপ সিং ও জসপ্রীত বুমরার জুটি বার্বাডোজের পিচে কেমন ঝড় তুলবেন, তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

২০০৭ সালে প্রথম T20 বিশ্বকাপ। সেই বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথম এই ফরম্যাটে বিশ্বকাপ জেতে ভারত। ২০১৪ সালে ধোনির নেতৃত্বে আরও একবার বিশ্বকাপ ফাইনালে ওঠে ভারত। সেবার ভারতকে হারিয়ে বিশ্বকাপ জেতে শ্রীলঙ্কা। ১৪ বছর পরে ফের ফাইনালে কাপ জেতার স্বপ্ন টিম ইন্ডিয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This will close in 0 seconds