📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কয়েক দিন ধরেই অভিনেত্রী হিনা খানের হাসপাতালে ভর্তি হওয়ার খবর শোনা যাচ্ছিল। তিনি ক্যানসারে আক্রান্ত, এমনও জল্পনাও শুরু হয়েছিল। হিনার মারণ রোগের খবর প্রকাশ্যে আসতেই ঝড় বয়ে যায় অনুরাগীমহলে। শুক্রবার নিজেই সেই জল্পনায় সিলমোহর দিয়ে অভিনেত্রী জানালেন, স্টেজ ৩ ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত তিনি।
টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। সিরিয়াল থেকে রিয়েলিটি শো, সবেতেই দাপটের সঙ্গে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। প্রশংসিত হয়েছেন দর্শক মহলে। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় হিনা। তাঁর জীবনের খুঁটিনাটি বিষয় বরাবরই সমাজ মাধ্যমে ভক্তদের জানিয়ে থাকেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে বেশ কয়েকদিন আগে হিনার হাসপাতালে শুয়ে থাকার ছবি দেখা যায়। আর তখন থেকেই অভিনেত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে। যদিও সেসময় জানা গিয়েছিল, রোজা রেখে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তবে এবার নিজেই দু:সংবাদ দিলেন হিনা।