📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দিল্লিতে গিয়ে বাংলার প্রাক্তন রাজ্যপাল তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করলেন বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবারের এই সাক্ষাৎ রাজনৈতিকভাবেও ভীষণ তাৎপর্যপূর্ণ। বাংলায় এই মুহূর্তে উপনির্বাচনে জয়ী দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেনের শপথ নিয়ে তরজা তুঙ্গে উঠেছে। তাঁরা জানিয়েছেন, রাজভবনে গিয়ে তাঁরা শপথ নেবেন না। বিধানসভায় অম্বেদকর মূর্তির সামনে অবস্থানও করেন তাঁরা।