📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজভবন, কলকাতা জাদুঘরের পরে এ বার হুমকি মেল সরকারি হাসপাতালে। এসএসকেএমে তন্ন তন্ন করে খুঁজেও সন্দেহজনক কিছু পায়নি পুলিশ। বোমা মারার হুমকি পেয়ে বম্ব স্কোয়াড পৌঁছেছিল। তদন্তে উঠে এসেছে ওই হুমকি মেলের সঙ্গে জড়িয়ে রয়েছে বিদেশের সূত্র। কারণ, জার্মানি, ফিলিপিন্স, শিকাগোর মতো জায়গা থেকে ‘আইপি হপিং’ হয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।
মঙ্গলবার এসএসকেএম এবং বেশ কয়েকটি কলেজে হুমকি মেল আসে। হাসপাতাল সূত্রে খবর, দুপুরে এসএসকেএমের ডিরেক্টরের যে ইমেল পান, তাতে লেখা ছিল বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে অ্যাকাডেমিক বিল্ডিং! এই খবর পাওয়া মাত্র তদন্ত শুরু করে পুলিশ। প্রায় হাসপাতাল ঘিরে ফেলে অভিযান হয়। পৌঁছে যায় বম্ব ডিসপোজ়াল স্কোয়াড। যদিও জাদুঘর, কলকাতার একাধিক নামী স্কুলে যে রকম মেল পাঠিয়ে বোমাতঙ্ক ছড়ানো হয়েছিল, এ বারও তাই করা হয়েছে। সবক’টি ‘ভুয়ো হুমকি’ বলে জানাচ্ছেন তদন্তকারীরা। পাশাপাশি সাধারণ মানুষকে অযথা আতঙ্ক বা ভয়ের মধ্যে না-থাকার আবেদন করা হয়েছে। লালবাজারের সাইবার অপরাধ বিভাগ ওই ইমেলের আইপি অ্যাড্রেস খতিয়ে দেখে কে বা কারা পাঠিয়েছে, তার তদন্ত শুরু করে বেশ কিছু সূত্র পেয়েছে বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেএনআর নামে একটি ‘সংগঠনের’ তরফে ওই মেল পাঠানো হয়।