📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:মনে হচ্ছে আজ, মঙ্গলবার থেকে হাওয়া ঘুরবে। কারণ, সকালে কলকাতার আকাশকে দেখে তেমনই মনে হচ্ছে। ভোরের দিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ছিঁটে ফোঁটা হলেও বৃষ্টি হয়েছে। আলিপুর আগেই বলেছিল, মঙ্গলবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হবে। সেইমতো, এদিন বেলার দিকে তেমন পূর্বাভাস দেওয়া হয়েছে।
এর পাশাপাশি উত্তরবঙ্গের বৃষ্টির দাপট যেমন ছিল, তেমনই থাকবে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টাতেও বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের তিন জেলায়। টানা বৃষ্টির জেরে ফুলহার থেকে রায়ঢাক যথেষ্ঠ ফুলে ফেঁপেই উঠেছে।
এদিকে, মঙ্গলবার কলকাতার আকাশ কার্যত মেঘলাই থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, অঞ্চল ভিত্তিক বৃষ্টি হতে পারে। এটাই বলা হচ্ছে প্রাক-বর্ষার বৃষ্টি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির ঘরেই।