📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্যে এক শতাংশ সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের সব চাকরিতে এই সংরক্ষণ রাখতে হবে বলে বলা হয়েছে ওই রায়ে। বিচারপতি রাজাশেখর মান্থার এই রায়ের ফলে এই প্রথম বাংলায় সুপ্রিম কোর্টের নালসা রায় কার্যকরী করা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রাথমিক স্কুলে শিক্ষকতার চাকরিপ্রার্থী তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মামলায় এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এ বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপও করতে বলা হয়েছে রাজ্যের মুখ্যসচিবকে। পাশাপাশি, বিচারপতি মান্থা প্রাথমিক শিক্ষা পর্ষদকেও নির্দেশ দিয়েছেন, জরুরি ভিত্তিতে পদ তৈরি করে ইন্টারভিউয়ে ডাকতে হবে ওই মামলাকারীকে।
তবে এই রায় নতুন নয়। সেই ২০১৪ সালে সুপ্রিম কোর্ট তৃতীয় লিঙ্গের নাগরিকদের অধিকারের পক্ষে নালসা (ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি) রায় দিয়েছিল, যাতে চাকরিতে সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু একমাত্র তামিলনাড়ু ছাড়া আর কোনও রাজ্যে কার্যক্ষেত্রে তার প্রয়োগ ঘটেনি। এবার কলকাতা হাইকোর্টের এই সাম্প্রতিক রায়ের ফলে পশ্চিমবঙ্গে কার্যকর হতে পারে এই সংরক্ষণ।
সূত্রের খবর, মামলাকারী তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তি মেদিনীপুরের বাসিন্দা। তিনি শারীরিকভাবে পুরুষ হলেও, মনের দিক থেকে নিজেকে মেয়ে ভাবতেন। আর পাঁচটা পরিবারের মতোই তাঁকেও অসম্মান ও লাঞ্ছনা সহ্য করতে হয়।
থেকে নিজের পড়াশোনা শেষ করেন, গ্র্যাজুয়েট হন। ডিএলএডও পাশ করেন। কিন্তু কাজ পাননি কোনও। জানা গেছে, চরম আর্থিক সঙ্কটে শহরের রাস্তায় ভিক্ষাবৃত্তিও করতে হয়েছে তাঁকে।

