📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে তিন জেলায় অতি ভারী বৃষ্টির জেরে বজায় থাকল লাল সর্তকরা। আলিপুর জানিয়েছেন, আজ, রবিবার ও সোমবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে জারি করা হয়েছে এই সতর্কতা। হাওয়া অফিস জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। বৃষ্টি হবে প্রায় ২০ মিলিমিটার পর্যন্ত।
কিন্তু দক্ষিণবঙ্গে ? বর্ষার এখনও কোনও খবর নেই বলেই দাবি করা হয়েছে। তবে, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই প্রাক বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া। বিশেষ করে, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এই পূর্বাভাস থাকছে।
এদিনও কলকাতা তাপমাত্রা ছিল বেশ উষ্ণ। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। তা-ও স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি।