📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রবিবার সকাল সকাল পুজো দিতে এসে বিপত্তি । গঙ্গায় তলিয়ে গেল একটি গাড়ি । জানা গিয়েছে, সেইসময় গাড়ির ভিতরেই ছিল এক কিশোর । তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয়রা । স্থানীয় কয়েকজন যুবকের চেষ্টায় ওই কিশোরকে উদ্ধার করা হয় । অল্পের জন্য রক্ষা পায় সে । আহিরিটোলার নিমতলা ঘাটের কাছেই ঘটনাটি ঘটেছে ।
জানা গিয়েছে, রবিবার সকালে নিমতলা ঘাটের কাছে ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসেছিল এক পরিবার । নিমতলা ঘাটের কাছেই গাড়ি রেখেছিলেন তাঁরা । স্থানীয় সূত্রে খবর, পরিবারের বাকি সদস্যরা পুজো দিতে গেলেও, গাড়ির ভিতরেই ছিল ওই কিশোর । জানা গিয়েছে, ওই কিশোর কোনওভাবে স্টিয়ারিংয়ে হাত দিয়ে ঘোরাতেই গাড়ি গড়িয়ে যায় । গাড়ি নিউট্রালে ছিল বলে খবর ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । ক্রেনও আনা হয়েছে । ওই ক্রেন দিয়ে গাড়ি তোলার কাজ চলছে ।