📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শুক্রবার আগুন লাগল কসবার অ্য়াক্রোপলিস মলে। দুপুর ১২টার আশপাশে ওই মলের চতুর্থ তলে ধোঁয়া বের হতে দেখা যায়। আতঙ্কিত হয়ে পড়েন ওই মলের ভিতরে থাকা মানুষজন। ঘটনার খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যদিও হতাহতের কোনও খবর নেই।
অ্যাক্রোপলিস মলের ভিতরে রয়েছে একাধিক দোকান, রেস্তরাঁ এবং সিনেমা হল। এছাড়াও কয়েকটি বেসরকারি সংস্থার অফিসও রয়েছে সেখানে। ফলে আগুন ছড়িয়ে পড়লে বড়সড় বিপদের আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে দমকলের কয়েকজন কর্মী মলের ভিতরে ঢুকেছেন। ভিতরে আটকে থাকা সকলকে বাইরে বের করে নিয়ে আসার চেষ্টা করছেন।সূত্রের খবর ওই মলের চতুর্থ তলায় ফুড কোর্ট এবং কিচেন রয়েছে। প্রাথমিক অনুমাণ সম্ভবত সেখান থেকেই আগুন লেগেছে। যদিও এবিষয়ে দমকল বা মল কর্তৃপক্ষের তরফে কিছুই জানানো হয়নি।
এদিকে পুরো ঘটনায় মল কর্তৃপক্ষের অব্যবস্থার অভিযোগ তুলেছেন ওই মলের মধ্যে থাকা বিভিন্ন অফিসের কর্মীরা। তাঁদের অভিযোগ, ফায়ার এগজিট গেট খুঁজে পেতে সমস্যা হচ্ছিল। এমনকি সিড়িতে ময়লা পড়ে ছিল। সেই কারণে আগুন লাগার পরেও নীচে নামতে সমস্যা হয়েছে।