মহানগরের রাজপথে আজ NEET পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে ছাত্রপরিষদের বিক্ষোভ


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: NEET পরীক্ষায় বেলাগাম দুর্নীতি ও পেপার লিক-এর বিরুদ্ধে আজ ১১ই জুন মঙ্গলবার দুপুর ২টোয় কলকাতার কলেজস্ট্রীটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এক বিক্ষোভ প্রদর্শন করা হয়। প্রায় আধঘন্টা এই বিক্ষোভ প্রদর্শন চলে। বিক্ষোভকারীদের দাবি সুপ্রিম কোর্টের তত্বাবধানে NEET পরীক্ষার CBI তদন্ত করতে হবে, NEET EXAM বাতিল করে, নতুন করে NEET EXAM এর ব্যবস্থা করতে হবে ,NTA এর চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে, পেপার লিক বন্ধ করতে কঠোর পদক্ষেপ ও দৃষ্টান্তমূলক আইন প্রণয়ন করতে হবে। আজ এই বিক্ষোভে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ, কলকাতা জেলা ছাত্র পরিষদ সভাপতি দেবজ্যোতি দাস, অরিন্দম গোস্বামী, আব্দুল হান্নান, লাবিব ইউসুফ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *