📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দেশ তথা গোটা রাজ্যেই এবারের মতো ইতি পড়েছে ভোট উৎসবে । দীর্ঘ আড়াই মাস ধরে চলেছে নির্বাচন। নির্বাচন কমিশনের আওতায় ছিল রাজ্যের প্রশাসন। স্কুলে স্কুলে মজুত ছিল কোম্পানির পর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কিন্তু এবার গরমের ছুটি শেষ হয়ে স্কুলগুলি খুলতে শুরু করেছে। কিন্তু বাহিনী থাকার কারণে রাজ্যের বেশ কিছু স্কুল খোলা সম্ভব হচ্ছে না। এবার এই তথ্য দিয়েই, বিকল্প ব্যবস্থা করতে বলল নবান্ন। স্কুলগুলিতে আর রাখা যাবে না বাহিনী।
ভোট পরবর্তী হিংসা রুখতে, নির্বাচনের ফলাফল ঘোষণার পরেও দিন ১৫ রাজ্যে বাহিনী রাখার নির্দেশ দিয়েছিল কমিশন । অর্থাৎ আগামী ১৯ জুন পর্যন্ত বাহিনী থাকার কথা রাজ্যে। স্কুলগুলিতেই ব্যবস্থা হয়েছে তাঁদের থাকার।
গরমের ছুটির পর স্কুল খোলার কথা ছিল ৩ জুন, কিন্তু বাহিনীর জন্য আরও ৭ দিন বাড়ানো হয়েছে। এতে বেজায় ক্ষতি হচ্ছে ছাত্র-ছাত্রীদের পঠন পাঠনের। সোমবার স্কুল খুললেও পঠনপাঠন শুরু করতে যে আরও বেশ কয়েকদিন সময় লেগে যাবে, তা আন্দাজ করেই এই নির্দেশিকা দিয়েছে নবান্ন।