📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জৈষ্ঠ্যের গরমে প্রাণ ওষ্ঠাগত দক্ষিণবঙ্গবাসীর । সকাল থেকেই গলদঘর্ম পরিস্থিতি । পাখার তলাতেও মিলছে না স্বস্তি । কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার দু’দিনই গরম আরও বাড়বে । তবে, বুধবার অর্থাৎ জামাই ষষ্ঠীর দিন থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । যা জামাইদের জন্য স্বস্তির খবর বলা যেতে পারে । বৃষ্টিভেজা আবহাওয়ায় কব্জি ডুবিয়ে ইলিশ-মটন খাওয়ার মজাই হবে আলাদা ।
হাওয়া অফিস জানিয়েছে, সোমবার এবং মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভ্যাপসা গরম থাকবে । বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । তাপমাত্রা আরও অন্তত দুই ডিগ্রি বাড়তে পারে । তবে, বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে । কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বুধবার বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় । বৃহস্পতিবার বাড়বে বৃষ্টির পরিমাণ । শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে ।