নিজস্ব সংবাদদাতা, Todays Story: বৃহস্পতিবার কোচবিহারের সভার ভাষণ বাংলাতে শুরু করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। শুধু তাই নয়, নিজের বক্তৃতার মাঝে বারে বারে বাংলায় কথা বলতে দেখা গিয়েছে তাঁকে।বস্তুত, মোদীর সভার কিছু আগে কোচবিহারে সভা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পরে জলপাইগুড়ির সভা থেকে নাম না করে এই বাংলায় কথা বলার ‘গোপন কারসাজি’ ফাঁস করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মোদীর নাম উল্লেখ করেননি।কটাক্ষের সুরে মমতা বলেন, ““দুই-চার লাইন বাংলা বলছে, তাতেই মনে হচ্ছে কী সুন্দর বাংলা কইতাসে! আসলে তা নয় ওটা লেখা থাকে!”
মোদী কীভাবে বাংলায় কথা বলেন! নেপথ্যে কোন ‘কারসাজি’? জানালেন মমতা
