‘পশ্চিমবঙ্গের সংগঠন শুয়ে পড়েছে’, দলের বিরুদ্ধে ফের ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: “হাতি কাদায় পড়ে গিয়েছে।” সরাসরি নাম না করে এই ভাষাতেই BJP-র সারা দেশের ফলাফল নিয়ে মন্তব্য করলেন BJP নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি। সেখানেই একাধিক বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে মুখ খোলেন দিলীপ।

বুধবার দিল্লিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৈঠকে বসেছিল NDA শরিক দলগুলি। উপস্থিত ছিলেন TDP নেতা চন্দ্রবাবু নাইডু এবং JDU নেতা নীতীশ কুমার। সূত্রের খবর, স্বরাষ্ট্র, বিদেশ, প্রতিরক্ষা এবং অর্থ-এই চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের মধ্যে একটিতে পূর্ণ মন্ত্রী দাবি করেছেন চন্দ্রবাবু নাইডু। এমনকি স্পিকার পদও দাবি করেছেন তিনি। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের কাছে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, “হাতি কাদায় পড়লে ব্যাঙ লাথি মারে। হাতি তো কাদায় পড়ে গিয়েছে। তবে মোদী শাহ জুটি আছেন। আর এরা পুরোনো পার্টনার। চিনি এদের। একটু বেশি দর হাঁকছে।”

error: Content is protected !!