নিজস্ব সংবাদদাতা, Todays Story: জলপাইগুড়ির সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ফের ১০০ দিনের টাকা, আবাস যোজনা নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী । জলপাইগুড়িতে ঝড়ের বর্ণনা দিতে গিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে মমতা বললেন, ‘সব টাকা দাও, তাহলে নাম দেব ।’মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বারবার আমরা বলেছিলাম, প্রথম ফেজে ১১ লাখ মানুষকে বাংলার বাড়ি তৈরি করতে দাও । কোথাও কোথাও প্রধানমন্ত্রী এসে বলে, আমার নামে নাম দেয় না কেন ?’ কেন দেব ? তুমি সব টাকা দাও, তাহলে নাম দেব । অর্ধেক টাকা তোমার, অর্ধেক রাজ্যের, তোমার নাম কেন থাকবে? মানুষের নাম কেন থাকবে না ।’উল্লেখ্য, আবাস যোজনায় কার নাম থাকবে, এই নিয়ে বহুদিন ধরে কেন্দ্র-রাজ্য তরজা চলছে । বিজেপির দাবি, প্রধানমন্ত্রীর নামে প্রকল্প, অথচ তা অনৈতিকভাবে ব্যবহার করছে রাজ্য সরকার । কিন্তু, তৃণমূলের দাবি, ওই প্রকল্পে প্রধানমন্ত্রীর কোনও ভূমিকা নেই ।