নেত্রী-সেনাপতি জুটিতে বাংলা সবুজই, কালীঘাটে বিশেষ বৈঠক মমতা-অভিষেকের


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ফল অনেকটাই স্পষ্ট। বাংলায় তৃণমূল শুধু ২০-র বেশি নয় এগিয়ে রয়েছে ৩০-এর বেশি আসনে। অন্য দিকে বিজেপি এগিয়ে রয়েছে ১০টিতে। অর্থাৎ বিভিন্ন বুথফেরত সমীক্ষায় করা বাংলার ফলাফলের ভবিষ্যদ্বাণী যে মিলছে না, সে ব্যাপারে আর তেমন সন্দেহ নেই। মঙ্গলবার সেই ইঙ্গিত স্পষ্ট হতেই কালী ঘাটে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বসল বিশেষ বৈঠক। মমতা এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলসূত্রে খবর, মমতা এবং অভিষেক ঠিক করছেন, এর পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে।