📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: লোকসভা ভোট শেষে বুথ ফেরত সমীক্ষায় দিল্লির মসনদে ফিরছেন নরেন্দ্র মোদী। শনিবার সন্ধ্যায় দেশের পাশাপাশি সবার নজর ছিল বাংলার দিকে। ৪২ আসনে লোকসভায় কী হবে ? সন্ধ্যা ছটায় ভোট শেষের পর থেকেই উৎকণ্ঠা বেড়েছে ধীরে ধীরে। এখনও পর্যন্ত বুথ ফেরত সমীক্ষার যা ফল, তাতে বাংলার ক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে।
এদিন ভোট দেওয়ার পরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, চার তারিখ ইভিএম খুললে আসল ফল বেরিয়ে আসবে। তাতে বিজেপি হারবে বলেই দাবি করেছেন তিনি। কিন্তু সন্ধ্যায় বাংলার বুথ ফেরত সমীক্ষার ক্ষেত্রে পোলস্ট্র্যাট দাবি করেছে, রাজ্যে ২৪টি আসনে এগিয়ে তৃণমূল। আবার সি ভোটারের দাবি, রাজ্যে বিজেপি জিততে পারে কমপক্ষে ২৩ থেকে ২৭টি আসন।

