📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। এই রাজ্যে একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এই দফায়। সেই তালিকায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, তাপস রায়, রেখা পাত্র, সুজন চক্রবর্তী সহ প্রমূখ। এছাড়াও বারানসী কেন্দ্রেও ভোটগ্রহণ আজ। যেখানে লড়ছেন স্বয়ং নরেন্দ্র মোদী।
সকাল ৭টা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের ৯টি কেন্দ্রে মোট ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও ৭৮৮টি কুইক রেসপন্স টিম রাখা হয়েছে।