📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মঙ্গলবার কলকাতা উত্তরে রোড-শো করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল সূত্রে খবর, বুধবার মোদীর যাত্রাপথেই রোড-শো করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা যে কলকাতা উত্তরে বুধবার রোড-শো করবেন তা আগেই ঠিক ছিল। তবে কোন পথে তা হবে, সেটা চূড়ান্ত ছিল না। মোদীর রোড-শো শুরু হওয়ার আগে মঙ্গলবার তৃণমূল সূত্রে জানা গেল, বুধবার মমতার রোড-শো শুরু হবে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে। শেষ হবে স্বামী বিবেকানন্দের বাড়িতে। ঘটনাচক্রে, মোদীও মঙ্গলবার এই একই পথে রোড-শো করেছেন।
বুধবার এই রোড-শো ছাড়াও কলকাতার আরও তিনটি কর্মসূচি রয়েছে। দুপুর ১টা নাগাদ বারুইপুরের সাগর সঙ্ঘ মাঠে জনসভা করবেন মমতা। তার পর সেখান থেকেই সোজা চলে আসার কথা উত্তর কলকাতায়। দুপুর ৩টে নাগাদ শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শুরু হবে মমতার রোড-শো। সেই কর্মসূচি সেরে মেটিয়াবুরুজ এবং কালীঘাট মোড়ে দু’টি জনসভা করার কথা মুখ্যমন্ত্রীর।

