📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: তৃতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রহমানুল্লা গুরবাজ। এই আফগান ক্রিকেটারের মা গুরুতর অসুস্থ। আইপিএলের মাঝে মাকে দেখতে দেশে ফিরতে হয়েছিল তাঁকে৷ কিন্তু মা-ই বলেছিলেন, ফিরে যেতে৷ চেয়েছিলেন, আইপিএল জিতুক ছেলে টিম। সেই জয়ে অবদান রাখুন গুরবাজ। চিপকে স্বপ্নপূরণের রাতে আফগান তারকার মুখে তাই কেবল মায়ের কথা।
ম্যাচ জেতার পর গুরবাজের গলায় উপচে পড়েছে আবেগ৷ তিনি বলেন, “মা নিশ্চয়ই খেলা দেখছে। এখন তিনি সুস্থ আছেন। ম্যাচের আগে মায়ের সঙ্গে কথাও বলেছি। তখন জিজ্ঞেস করেছিলাম মায়ের কী চাই। শুধু টিমের জয় চেয়েছিল মা।”
কেকেআর জিতেছে। ৩২ বলে ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন গুরবাজ। শুরুতে তেমন সুযোগ না পেলেও পরে নিজেকে প্রমাণ করেছেন তিনি৷ এর আগে ২০২২ সালে গুজরাত টাইটান্সের হয়ে আইপিএল জিতেছিলেন গুরবাজ৷ দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বসিত আফগান তারকা।