📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্যে আটকে গিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের ষষ্ঠ দফার সকালে এই দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ভোট দিতে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু। তিনি জানান, পুলিশকে ব্যবহার করার খেলায় এবার হেরে গিয়েছে তৃণমূল। কারণ, বিজেপি তাদের সব জায়গায় রুখে দিয়েছে। শুভেন্দুর দাবি, সকাল থেকে দু-একটি বিক্ষিপ্ত অভিযোগ ছাড়া দুই মেদিনীপুর এবং জঙ্গলমহলে ভোট হচ্ছে শান্তিতেই। দিনভর তৃণমূলকে আটকানো হবে বলেও দাবি শুভেন্দুর।
শুধু শুভেন্দু নন, রাজ্যের ষষ্ঠ দফার ভোটে রাজ্যের পুলিশের বিরুদ্ধে বারে বারে অভিযোগ তুলেছে বিজেপি। মেদিনীপুরের প্রার্থী অগ্নিমিত্রা পল থেকে ঘাটালের হিরণের মুখে এদিন বারবার উঠে এসেছে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ। এরমধ্যে হিরণ এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবার প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে।