ঘটনার চার দিন পর পুলিশকে সঙ্গে নিয়ে সেবক হাউসে ঢুকলেন মিশনের সন্ন্যাসীরা, শুরু হবে কাজও

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ঘটনার চার দিন পর নিজেদের জমি ‘ফিরে’ পেলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা। বৃহস্পতিবার সকালে ভক্তিনগর থানার পুলিশ জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের নিয়ে ‘সেবক হাউস’-এর দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। পুলিশ সূত্রে খবর, সকালে নতুন করে ওই জমির ‘পজেশন’ নেন সন্ন্যাসীরা। জানা গিয়েছে, এখন থেকে সেবক হাউসেই থাকবেন মিশনের সন্ন্যাসীরা।

বৃহস্পতিবার শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ রামকৃষ্ণ মিশনের কয়েক জন সন্ন্যাসীকে সঙ্গে নিয়ে সেবক হাউসে প্রবেশ করে। ছিলেন মিশনের আইনজীবীও। পুলিশ মূল ফটক দিয়ে ভিতরে ঢুকে প্রথমেই গোটা পরিস্থিতি খতিয়ে দেখে। সূত্রের খবর, বৃহস্পতিবার পুলিশের উপস্থিতিতে নতুন করে সেবক হাউসের ‘পজেশন’ নেওয়া হয়। মিশনের প্রতিনিধিরা জানিয়েছেন, এখন থেকে সেবক হাউসেই থাকবেন সন্ন্যাসীরা। কিছু দিন বন্ধ থাকার পর নতুন করে কাজকর্মও শুরু হবে এখান থেকে। আগামী কয়েক দিন সেবক হাউসে পুলিশি নিরাপত্তা থাকবে। সন্ন্যাসীদের সুরক্ষার কথা ভেবে সেখানে সশস্ত্র পুলিশ বাহিনীকে মোতায়েন করেছে জেলা প্রশাসন।

এ বিষয়ে মিশনের আইনজীবী বিশ্বব্রত বসু নন্দী বলেন, ‘‘প্রশাসনের বিরুদ্ধে নই আমরা। মিশনের সাধারণ সম্পাদকও তাঁর বক্তব্যে বলেছেন, প্রশাসনের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তদন্ত চলছে। আজ পজেশান নিলাম। আবার কাজকর্ম শুরু হবে। তবে, আমরা আশা করব, পুনরায় শান্তি বিঘ্নিত হবে না।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *