📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নির্বাচনের মধ্যে এবার খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। সংবাদসংস্থা ANI-এর খবর, বুধবার বেলা সাড়ে তিনটে নাগাদ বোমা মেরে নর্থ ব্লক উড়িয়ে দেওয়ার হুমকি মেল আসে। তারপর থেকেই বাড়ানো হয়েছে নিরাপত্তা। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, এই হুমকি ভুয়ো। এদিন বাংলায় নির্বাচনের প্রচারে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
গত কয়েকদিন ধরেই রাজধানী ও এনসিআর সংলগ্ন অঞ্চলের বিভিন্ন স্কুলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। প্রতি ক্ষেত্রেই দিল্লি পুলিশ দাবি করেছে, ওই হুমকি ভুয়ো। এদিন নর্থ ব্লকের ক্ষেত্রেও প্রাথমিক ভাবে এই দাবি করা হয়েছে।
তবুও নির্বাচনের মধ্যে এই হুমকিকে হাল্কা ভাবে নেওয়া হচ্ছে না। সেই কারণে দমকল এবং পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে নর্থ ব্লককে। ঘটনাস্থলে রয়েছেন বোম স্কোয়াডের আধিকারিকরাও।