দলত্যাগী তাপসকে হারাতে উত্তর কলকাতায় জোড়া সভা মমতার

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: উত্তর কলকাতায় এবার ভোটের লড়াই জমজমাট। টানা তিনবারের তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যেপাধ্যায়কে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল থেকে বিজেপিতে গিয়েই প্রার্থী হওয়া তাপস রায়। এই কেন্দ্রে সুদীপকে জেতাতে জোড়া সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সূত্রের খবর, আগামী ২৩ মে মমতার প্রথম কর্মসূচি উত্তর কলকাতায়। ওই দিন চৌরঙ্গী বিধানসভার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে জনসভা করবেন মমতা। ২৭ মে বেলেঘাটার গান্ধী আশ্রমে মহাত্মার মূর্তিতে মাল্যদান করে মিছিল শুরু করার কথা রয়েছে তাঁর। বেলেঘাটা, ফুলবাগান, কাঁকুড়গাছি হয়ে মানিকতলায় মিছিল শেষ করবেন মুখ্যমন্ত্রী। এর পর সত্যনারায়ণ পার্কে সুদীপের সমর্থনে জনসভা করবেন তিনি।

error: Content is protected !!