📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ১৩ বছর আগে এই দিনেই মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে পুরনো দিনের কথা স্মরণ করালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তিনি লিখেছেন, আজকের দিনেই প্রথমবারের মতো শপথ নিয়েছিলেন। এবং সেই দিন থেকেই পশ্চিমবঙ্গের গণদেবতার সেবা করার অঙ্গীকারও নিয়েছিলেন। আমৃত্যু বাংলার উন্নতি করে যাবেন বলেও ওই সোশাল মিডিয়া পোস্টে জানিয়েছেন তিনি।

