📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্যে পঞ্চম দফার ভোটকে কেন্দ্র করে ক্রমশ বাড়ছে উত্তাপ ৷ সোমবার সকাল থেকে বাংলার সাত কেন্দ্রে ভোটের পারদ চড়েছে তুঙ্গে। তারই মধ্যে অস্বস্তিকর ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী ৷ এই আবহে স্বস্তির পূর্বাভাস দিল হাওয়া অফিস ৷
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শক্তিশালী হয়েছে ঘূর্ণাবর্ত। যার প্রভাবে আগামী তিন দিন বঙ্গোপসাগর থেকে হু হু করে জলীয় বাষ্প ঢুকবে। সোমবার সপ্তাহের প্রথম দিন থেকেই রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সতর্কতা। কিছু জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
ভোটের দিন হাওড়া ও হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও রয়েছে কালবৈশাখীর সর্তকতা।