মুরলীকান্ত পেটকরের চরিত্রে কার্তিক আরিয়ান, প্রকাশ্যে এল ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবির ট্রেলার

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বহু প্রতীক্ষিত ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবির ট্রেলার অবশেষে এল প্রকাশ্যে। এদিন নিজের টাইমলাইনে ট্রেলার শেয়ার করে অভিনেতা কার্তিক আরিয়ান লেখেন তাঁর জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং ছবি এটি। তাঁর নিজের শহর গ্বালিয়রে অনুরাগীদের মাঝে প্রকাশ্যে আনা হল ট্রেলার। কবীর খানের পরিচালনায় এই ছবি তৈরি হয়েছে।

ট্রেলারের শুরুতেই দেখা যায় কার্তিক আরিয়ানের চরিত্র কোমায় রয়েছে, ১৯৬৫ সালের যুদ্ধে একাধিক গুলিতে আহত হয়ে। এরপর চরিত্রের জীবনের একাধিক সময়ের ঝলক আসে সামনে। কখনও দেখা যায় নিজের গ্রামে হাসির পাত্র হয়ে ওঠা থেকে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়া থেকে গুলিবিদ্ধ হওয়া, এবং এরপর ফিনিক্স পাখির মতো নতুন করে জেগে ওঠা। ট্রেলারের শেষ দৃশ্যে দেখা যায় যে বৃদ্ধ বয়সের কার্তিক আরিয়ান, যিনি দেশের রাষ্ট্রপতির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করতে চাইছেন।

নিজের সোশ্যাল মিডিয়ায় এদিন ট্রেলার শেয়ার করে অভিনেতা লেখেন, ‘প্রবল গর্ব ও আনন্দের সঙ্গে, আমার কর্মজীবনের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বিশেষ ছবি ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর ট্রেলার শেয়ার করছি তাও আমার নিজের শহর গ্বালিয়র থেকে যেখানে প্রথম আমি অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেছিলাম। এমন এক ব্যক্তির গল্প যে আত্মসমর্পণ করেন, আশা করছি আপনাদের হৃদয় ছুঁতে পারবে, মনোরঞ্জন করবে, অনুপ্রাণিত করবে নিজেদের লক্ষ্যে পৌঁছতে ঠিক ভারতের গর্ব শ্রী মুরলীকান্ত পেটকরের মতো।’ ১৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

এই ছবিতে এক সেনাকর্মী, এক কুস্তিগীর, এবং এক বক্সারের চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ান। এই ছবির জন্য ২০ কেজি ওজন ঝরিয়েছেন অভিনেতা এবং চিনি সম্পূর্ণভাবে খাওয়া বন্ধ করে দেন।

error: Content is protected !!