মাধ্যমিকে ৯৯.০৭ %! রেজাল্টের ৪ দিন পর ব্রেন হেমারেজে মৃত্যু কিশোরীর! চক্ষুদান করলেন বাবা-মা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জীবনের প্রথম বড় পরীক্ষায় অসাধারণ ফল করেছিলেন গুজরাটের এক ছাত্রী।রাজ্য বোর্ডের পরীক্ষায় পেয়েছিল ৯৯.০৭ % নম্বর। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস, ফলপ্রকাশের মাত্র চারদিনের মাথায় ব্রেন হ্যামারেজে মৃত্যু হল তাঁর। মেধাবী তরুণীর এমন মৃত্যুতে শোকে কার্যত পাথর হয়ে গিয়েছেন তাঁর পরিজনেরা।

গুজরাতের মোরবির বাসিন্দা হীরা ঘেটিয়া ছোট থেকে ভীষণ মেধাবী। গত ১১ মে গুজরাত সেকেন্ডারি এডুকেশন বোর্ডের (জিএসইবি) দশম শ্রেণির ফলাফল প্রকাশিত হয়। শীর্ষস্থানীয়দের মধ্যে জায়গা করে নিয়েছিল। ফল প্রকাশের পরপরই শ্বাসকষ্ট এবং হার্টের সমস্যা নিয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। হীরার মস্তিষ্কের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ কাজ করা বন্ধ করে দিয়েছে। ব্রেন হেমারেজের কারণেই মৃত্যু হয় মেধাবী ছাত্রীর।

হীরা চিকিৎসক হতে চেয়েছিল৷ চেয়েছিল মানুষের প্রাণ বাঁচাতে। তাই তার দেহদান এবং চক্ষুদানের সিদ্ধান্ত নিয়েছেন বাবা-মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *