📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: স্বামী বিবেকানন্দের জীবনের বিশাল কর্মকাণ্ড আর ওজস্বিনী বক্তৃতার আড়ালে লুকিয়ে ছিল এক পরম মমতাময় হৃদয়। এই ছবিটি যেন সেই সত্যেরই এক নীরব সাক্ষী। আমাদের চারপাশের এই অবলা জীবদের—তা সে বিড়ালই হোক বা কুকুর—তাদের প্রতি স্বামীজীর এই অকৃত্রিম ভালোবাসা প্রমাণ করে যে, সৃষ্টির সেবাই হলো স্রষ্টার প্রকৃত আরাধনা।
স্বামীজী আমাদের শিখিয়েছিলেন যে ঈশ্বর কোনো মন্দিরের বিগ্রহে বা দূর আকাশে সীমাবদ্ধ নন, তিনি বিরাজ করেন প্রতিটি প্রাণের স্পন্দনে। বড় বড় দর্শনের কথার চেয়েও অনেক বেশি শক্তিশালী হলো এই নিঃশর্ত ভালোবাসার মুহূর্তগুলো।
আসুন, আজ আমরা প্রতিজ্ঞা করি আমাদের চারপাশের প্রতিটি জীবের প্রতি করুণার হাত বাড়িয়ে দেওয়ার। কারণ, স্বামীজীর সেই অমোঘ মন্ত্রই আমাদের পাথেয়— ‘জীবসেবাই হলো শিবসেবা’। প্রতিটি জীবের মধ্যেই সেই পরম সত্তা বিরাজমান।
বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর?জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।”

