📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:গঙ্গাসাগরের সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে গঙ্গাসাগরের পরিকাঠামো ছিল অত্যন্ত খারাপ। ২০১১-এর পর আমরা উন্নত করেছি। এখন একাধিক হেলিপ্যাড তৈরি হয়েছে। কত জেটি তৈরি হয়েছে। গঙ্গাসাগর মেলার দায়িত্বে থাকেন তিন থেকে চার জন মন্ত্রী। আমি নিজে নজরদারি করি। পর্যটকেরা যাতে এসে থাকতে পারেন, তার জন্য কুড়িটি কটেজ তৈরি করা হয়েছে। নাম রাখা হয়েছে গঙ্গান্ন।’
২০১১-এর পর গঙ্গাসাগরের পরিকাঠামো উন্নত হয়েছে: মুখ্যমন্ত্রী

