নাম বাদ দিলে ঘিরে বসে থাকবেন মেয়েরা: মুখ্যমন্ত্রী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মুখ্যমন্ত্রীর পরামর্শ,‘যাদের নাম বাদ দিয়েছে তারা সাত নম্বর ও আট নম্বর ফর্ম ফিলআপ করবেন। এটা আপনাদের অধিকার। মেয়ে বিয়ে করে শ্বশুরবাড়ি গিয়েছে। ঠিকানা চেঞ্জ হয়েছে নাম বাদ। কারও নাম সিংহ, ইংরাজিতে সিনহা। তাতেই নাম বাদ দিচ্ছে। আমার সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলেদের নাম বাদ দিয়েছে। নাম বাদ দিলে ঘিরে বসে থাকবেন মেয়েরা। একটাও নাম বাদ গেলে আন্দোলন বাংলাতেও হবে, দিল্লিতেও হবে। ঘরের কারও নাম বাদ গেলে মা-বোনেরা গিয়ে বলবেন নাম তুলুন।’