📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:টেকনোলজিকে ব্যবহার করে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির পথে এগোচ্ছে কমিশন। কমিশনের স্পষ্ট বক্তব্য, কোনওভাবেই যেন যোগ্য ভোটারের নাম বাদ না পড়ে ভোটার তালিকা থেকে। ফলে, কখনও ‘Demographic Similar Entries’-এর মতো সফটওয়্যার এনেছে ভুয়ো ভোটার শনাক্তকরণের জন্য, তো কখনও Logical Discrepancy-এর সন্ধান পেতে সাহায্য নিয়েছে AI-র। আর এ বার কমিশন সূত্রে খবর, হিয়ারিং-এর জন্য আসতে চলেছে এক নতুন সফটওয়্যার। শুক্রবার রাজ্যের CEO দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, রাজ্যের CEO দপ্তরের তরফে এই সংক্রান্ত সফটওয়্যার তৈরির প্রস্তাব পাঠানো হয়েছিল নির্বাচন কমিশনের কাছে। কমিশন সূত্রে খবর, নতুন যে সফটওয়্যার আসার সম্ভাবনা রয়েছে, সেটির অ্যাক্সেস থাকবে ERO ও AERO-দের কাছে।
হিয়ারিং-এর জন্য আসতে চলেছে কমিশনের নতুন সফটওয়্যার

