দিল্লিতে কুয়াশার জেরে বাতিল ৪০ উড়ান, সমস্যা ট্রেন পরিষেবাতেও

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দূষণের দোসর কুয়াশা। সকাল থেকে ঘন ধোঁয়াশায় ঢেকে দিল্লি। বিপর্যস্ত উড়ান থেকে ট্রেন পরিষেবা। সকাল থেকে এখনও পর্যন্ত ৪০টি উড়ান বাতিল ও ৩০০টির-ও বেশি বিমানের সময়সূচির পরিবর্তন ঘটেছে। দেরিতে চলছে বহু ট্রেন।