📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রানিনগর বিধানসভায় শাসক দল তৃণমূলে ভাঙ্গন।শতাধিক কর্মীর তৃণমূল ছেড়ে এসডিপিআই এ যোগদান।
আগামী বিধানসভা নির্বাচনকে সামনে সব দলই লড়াইয়ের ময়দানে প্রস্তুতি শুরু করেছে।রাণীনগর বিধানসভা কেন্দ্রকে পাখির চোখ করে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে এসডিপিআই।আজ রাণীনগর ১ ব্লকের পাহাড়পুর অঞ্চলের মোক্তারপুর গ্রামে একটি কর্মী সভার আয়োজন করা হয়।এদিনের কর্মীসভায় তৃণমূল থেকে প্রায় ৭০ থেকে ৮০ টি পরিবার এসডিপিআই যোগদান করেন।
এসডিপিআই এর রাজ্য সাধারন সম্পাদক হাসিবুল ইসলামের হাত দিয়ে দলীয় পতাকা তুলে নেন তৃণমূলের কর্মীরা।এই যোগদানে পাহাড়পুর অঞ্চলে যথেষ্ট শক্তিশালী হবে এসডিপিআই এমনি ধারণা করা হচ্ছে।
এসডিপিআই এর রাজ্য সাধারন সম্পাদক হাসিবুল ইসলাম তার বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন।পাশাপাশি রাজ্যের শিক্ষা ,স্বাস্থ্য রাস্তাঘাট,বেকারত্ব ,দুর্নীতি সহ একাধিক বিষয়ে সরকারের সমালোচনা করেন।
শিক্ষা ও চাকরি ক্ষেত্রে মুসলিমদের বঞ্চনা,ওয়াকফ আইন ,SIR নিয়ে রাজ্য সরকারের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

