‘Health Conclave 2025’, ভাবনায় ডঃ রাজীব শীল, উদ্যোগে Todays Story

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শহরে অনুভূত হচ্ছে শীতের আমেজ। আর শীতের শহরে এক বৃহৎ কর্মযজ্ঞ সুসম্পন্ন করলো ‘Todays Story ‘ । ডঃ রাজীব শীলের ভাবনা তত্ত্বাবধানে পার্ক হোটেলে অনুষ্ঠিত হল ‘Health Conclave 2025’, যেখানে এক ছাদের তলায় উপস্থিত ছিলেন শহরের  বিশিষ্ট চিকিৎসকরা যারা বিশ্বের দরবারে উজ্জ্বল করে চলেছেন পশ্চিমবঙ্গের নাম তাদের চিকিৎসা পরিষেবার মাধ্যমে। এখন AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের যুগে, সর্ব ক্ষেত্রেই এসেছে আমূল পরিবর্তন, নতুন দিগন্তের সন্ধান মিলছে। মেডিক্যাল বা স্বাস্থ্য দুনিয়ায় AI এর প্রবেশ কতটা কাজ সহজ করে তুলছে চিকিৎসকদের, রোগীরা ঠিক কতটা উপকার পাবে – সেটাই ছিল Health Conclave এর মূল প্রতিপাদ্য বিষয়। এক কথায় বলতে গেলে, ‘ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থায় AI ব্যবহারে ভবিষ্যত’। বক্তাদের আসনে ছিলেন ডঃ কুণাল সরকার, ডঃ বিকাশ কাপুর, রত্নাবলী চক্রবর্তী, অরিন্দম ঘোষ, রত্না চট্টোপাধ্যায়, ডঃ শুভ্র ভট্টাচার্য। তবে, সশরীরে উপস্থিত হতে না পারলেও সুদূর ইউ কে থেকে ভিডিও বার্তার মাধ্যমে এই Health Conclave এ অংশ নিয়েছিলেন ডঃ দেবী শেট্টি। সকলের সঙ্গে ছিলেন ডঃ রাজীব শীলও। শ্রোতাদের আসনেও ছিলেন এক ঝাঁক বিশিষ্ট চিকিৎসকরা।  Todays Story – র উদ্যোগে Health Conclave এর প্রথমবর্ষ থেকেই উদ্যোক্তারা শপথ নেন আগামীদিনে প্রত্যন্ত অঞ্চল গুলোতে হেল্থ ক্যাম্প করে মানুষকে পরিষেবা দেওয়ার।

Health Conclave এর পাশাপাশি এদিন Health Care Award এ সম্মানিত করা হয় ডঃ শুভ্র ভট্টাচার্যকে। সমাজে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সেরা অবদানের জন্য সম্মানিত করা হয় তাকে। AI নিয়ে বক্তব্য রাখার পাশাপাশি একটি সুন্দর প্রেজেন্টেশন তুলে ধরেন শ্রোতা দর্শক এর সামনে।