📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্যে রাজনৈতিক উত্তাপের কেন্দ্রে আজ একটাই বিতর্ক— SIR প্রক্রিয়া। বিজেপি, বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস— তিন পক্ষের রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই চলছে রাজ্যের বহুল আলোচিত এই পরিচয় যাচাই প্রক্রিয়া। এই পটভূমিতেই বাংলা নাগরিক মঞ্চ ও আমাদের যাদবপুর–এর উদ্যোগে কলকাতার ICCR অডিটোরিয়ামে আয়োজিত হলো এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা— “SIR: আশীর্বাদ না অভিশাপ?”

অনুষ্ঠানে বিপুল সংখ্যক নাগরিক ছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক অরূপ কালী, পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আখতার, সমাজকর্মী কেয়া ঘোষ, সায়ন্তন বসু, রাজনৈতিক বিশ্লেষক নিলাদ্রি ব্যানার্জি, সমাজকর্মী প্রীতম সরকার, এবং ‘আমাদের যাদবপুর’ সংগঠনের সম্পাদক অরুণাভ মজুমদার।
বক্তারা তাঁদের বক্তব্যে পরিষ্কারভাবে জানান— SIR প্রক্রিয়া প্রকৃত ভোটারদের বিরুদ্ধে নয়, বরং ভুয়ো ও অপ্রামাণিক ভোটারদের সরাতেই এর প্রয়োগ। SIR–কে কেন্দ্র করে যেসব রাজনৈতিক দল আপত্তি জানাচ্ছে, তা মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত— এমন মতও উঠে আসে।
বক্তাদের অভিমত, “যাদের স্বার্থে আঘাত লাগছে, তাদের কাছে SIR অভিশাপ; কিন্তু সাধারণ মানুষের কাছে এটি আশীর্বাদ।” আলোচনায় আরও বলা হয়, সুষ্ঠু ভোটার তালিকা গণতন্ত্রকে শক্তিশালী করে। তাই ভুয়ো ভোটারদের নাম বাদ দিয়ে প্রকৃত নাগরিকদের অধিকার রক্ষা করাই SIR–এর লক্ষ্য হওয়া উচিত।

