বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, পূর্ব মেদিনীপুরে ৪ জনের মৃৃত্যু..


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পূর্ব মেদিনীপুরের মারিশদার দইসাইতে ভয়াবহ দুর্ঘটনা । বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃৃত্যু হল চারজনের।দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি গ্যাস কাটার দিয়ে কেটে দেহ বার করার চেষ্টা চলছে। সকাল সাড়ে ৭টা নাগাদ মারিশদার দইসাই বাস স্ট্যান্ডের কাছে ১১৬(বি) জাতীয় সড়কে বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে কাঁথির দিক থেকে নন্দকুমারের দিকে যাওয়া গাড়ির। বাসের চালককে আটক করেছে মারিশদা থানার পুলিশ। গাড়ির বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ কি না, খতিয়ে দেখা হচ্ছে।

error: Content is protected !!