থানের উড়ালরপুলে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: থানের আম্বেরনাথ উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় চার জনের মৃত্যু। গুরুতর জখম আরও জন। শুক্রবার সন্ধ্যায় ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, টাটা নেক্সন গাড়ির চালক উড়ালপুলের উপর নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে উল্টোদিকের লেনে চলে যান এবং একের পর এক মোটরবাইকে ধাক্কা মারেন। দুর্ঘটনায় গাড়িচালকেরও মৃত্যু হয়েছে।