📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:শুক্রবার সকাল দশটা দশ মিনিটে আচমকাই ভূকম্পনে কেঁপে উঠল কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলা। শহরজুড়ে হালকা থেকে তীব্র কম্পন অনুভূত হওয়ায় এক মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। কলকাতা শহরের বিভিন্ন এলাকায় বাড়ি-বাড়ি হালকা দুলুনি অনুভূত হওয়ায় বহু মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসেন। শুধু কলকাতা নয়, কোচবিহার ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, নদিয়া জেলাতেও ভূকম্পন টের পেয়েছেন বাসিন্দারা। উত্তরবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। এদিন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। জানা গিয়েছে এদিনের ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশ
কলকাতায় তীব্র ভূমিকম্প, কেঁপে উঠল গোটা শহর

