📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সাতসকালেই বাড়ির পাশের বাগান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো এক রেশন ডিলারের। ঘটনায় চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বড়চাহরা এলাকায়। মৃতের নাম মদনমোহন ভট্টাচার্য (৭০)। পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক কোন কারণেই আত্মঘাতী হয়েছেন তিনি। বুধবার দুপুর নাগাদ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।
রেশন ডিলারের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সবংয়ে

