‘জঙ্গিদের শনাক্ত করতে না পারার দায় কার?’ দিল্লি বিস্ফোরণ কাণ্ডে শাহকে তোপ ওয়েইসির

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:অপারেশন সিঁদুর ও মহাদেব চলাকালীন অমিত শাহ দাবি করেছিলেন, গত ছ’মাসে কোনও কাশ্মীরি তরুণ জঙ্গি গোষ্ঠীতে যোগ দেননি। সেই প্রসঙ্গ তুলে এবার আসাদউদ্দিন ওয়েইসির তোপ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তাঁর প্রশ্ন, ‘কোথা থেকে এই দলটা গজিয়ে উঠল। তাদের শনাক্ত করতে না পারার দায় কার?’