📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সোমবার রাত থেকেই গুজবে উত্তাল মুম্বইয়ের চলচ্চিত্রমহল। বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে অসংখ্য খবরে ভরে যায় সোশ্যাল মিডিয়া। মুহূর্তে ছড়িয়ে পড়ে শোকবার্তা, মিম। অথচ বাস্তব একেবারে উল্টো— ৮৯ বছর বয়সি এই কিংবদন্তি অভিনেতা জীবিত আছেন, চিকিৎসাধীন এবং চিকিৎসকরা জানিয়েছেন, তিনি আপাতত স্থিতিশীল।
কিন্তু ততক্ষণে আগুন লেগে গেছে সংবাদমাধ্যম ও নেটপাড়ায়। একের পর এক চ্যানেল “ব্রেকিং নিউজ” চালাতে থাকে, কেউ বা পোস্ট করে দেন “রেস্ট ইন পিস ধর্মেন্দ্র”। যেকোনও পরিবারের জন্যই এটি দুঃসহ, আর সেই যন্ত্রণা আরও গভীর হয়ে ওঠে তাঁর স্ত্রী, অভিনেত্রী ও সাংসদ হেমা মালিনীর কাছে।

