হাওড়ায় শীতের আগমনী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ১০ই নভেম্বর ২০২৫ সোমবার সকাল থেকে হাওড়া জেলার কালিম্পং উদয় নারায়নপুর সহ সমগ্র হাওড়া জেলায় কনকনে ঠাণ্ডা উত্তরে বাতাসের প্রবাহ শুরু হবে। সূর্যাস্তের পর থেকে শীত প্রচণ্ড বেড়ে যাবে। ১১ই নভেম্বর সকালে একধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাবে ১২ থেকে ১৫°সে এর আশেপাশে হাওড়া জেলায়। প্রদত্ত সময়সীমার মধ্যে উদয় নারায়নপুর, আমতা, জগৎ বল্লভপুর এই সমস্ত অঞ্চলে কোথাও কোথাও ১২-১৩°সে এর আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা চলে যেতে পারে। ১১ই নভেম্বর মঙ্গলবার সকাল হাওড়া জেলায় হবে মরশুমের প্রথম জাঁকিয়ে শীতের সকাল।