অনলাইনে প্রকাশিত SSC-র প্রথম পর্যায়ের রেজাল্ট, একাদশ-দ্বাদশের ১২ হাজার ৫১৪ শূন্যপদের ফল প্রকাশ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অনলাইনে প্রকাশিত SSC-র প্রথম পর্যায়ের রেজাল্ট। একাদশ-দ্বাদশের ১২ হাজার ৫১৪ শূন্যপদের ফল প্রকাশ। পরীক্ষার ৫৪ দিনের মাথায় ফলপ্রকাশ SSC-র। রেজাল্ট ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, গতকাল রাত ৯.৩০-র পর জানায় SSC। চেষ্টা করেও রেজাল্ট দেখতে পারছেন না, রাত থেকেই অভিযোগ পরীক্ষার্থীদের একাংশের। ক্লিক করার দীর্ঘসময় পর খুলছে ওয়েবসাইট। একসঙ্গে এতজন রেজাল্ট দেখার চেষ্টা করছেন বলে কিছু সমস্যা হতে পারে, জানিয়েছে SSC।