‘অপমান, অনুন্নয়ন, অবহেলার ভার বহন করছে বিহারকে’, তোপ নাড্ডার

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বিধানসভা ভোটের মুখে ফের কংগ্রেস ও জেডিইউকে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের জমানাকে অন্ধকার যুগ আখ্যা দেন তিনি। বলেন, ‘সেই অপমান, অনুন্নয়ন, অবহেলার ভার বহন করছে বিহারকে।’