📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বিধানসভা ভোটের মুখে ফের কংগ্রেস ও জেডিইউকে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের জমানাকে অন্ধকার যুগ আখ্যা দেন তিনি। বলেন, ‘সেই অপমান, অনুন্নয়ন, অবহেলার ভার বহন করছে বিহারকে।’
‘অপমান, অনুন্নয়ন, অবহেলার ভার বহন করছে বিহারকে’, তোপ নাড্ডার

