📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: স্কুলের ভিতর থেকেই মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থসাধক শিক্ষাসদন হাইস্কুলে।
মৃত ছাত্রের নাম অভিনন্দন সামন্ত। তাঁর বয়স ১৮ বছর। অভিনন্দনের বাড়ি বিষ্ণুপুর এলাকায়। সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার ভোরে অভিনন্দনকে হোস্টেলের ভিতর খুঁজে পাওয়া যায়নি। এরপরেই বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানায় হোস্টেলের অন্যান্য পড়ুয়ারা। খোঁজাখুঁজির পর স্কুলের এই শ্রেণীকক্ষ থেকেই ওই ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।

