📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মঙ্গলবার রাতেই অন্ধ্রপ্রদেশে ল্যান্ডফল করেছে ঘূর্ণিঝড় মান্থা। ঘূর্ণিঝড়ের মাত্র ৪০ শতাংশ ভূমিভাগে প্রবেশ করেছে। বাকি ৬০ শতাংশ উপযুক্ত পরিবেশ না পেয়ে থেকে গিয়েছে সমুদ্রপৃষ্ঠে। ঘূর্ণিঝড়ের বাকি অংশ যা ইতিমধ্যেই ল্যান্ড ফল করেছে সেটিও স্থলভাগ দিয়ে ছত্তিসগড়ের দিকে যাচ্ছে। আগামীকাল ঝাড়খণ্ড, বিহার হয়ে সেটি উত্তরবঙ্গে ঢুকবে। বুধবার সারাদিন কলকাতা-সহ গোটা রাজ্যের প্রায় সব জেলায় মেঘলা আকাশ, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মান্থার প্রভাব বঙ্গেও, বুধবার কেমন থাকবে আবহাওয়া?

