📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে শিলিগুড়ি – জলপাইগুড়ি জাতীয় সড়কে গন্ডারমোড় এলাকায়। দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজন মহিলা ও শিশু রয়েছে। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে।
জানা গিয়েছে, বেসরকারি বাসটি আসাম থেকে যাত্রী নিয়ে বিহার যাচ্ছিল। বাসের যাত্রীরা সবাই ইট ভাটার শ্রমিক। অধিকাংশ যাত্রী তাদের পরিবার নিয়ে যাচ্ছিল শ্রমিকের কাজে। গভীর রাতে একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। আহতদের মধ্যে বাসের চালক সহ কয়েকজনের আঘাত গুরুতর। খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। অন্যদিকে, দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে।

