৬১তম বছরে কসবা ত্রিবর্ণ সংঘের কালীপুজো

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কসবা ত্রিবর্ণ সংঘ। ৬১তম  বছর। এলাকা বাসীর যৌথ উদ্যোগে এই পুজো। প্রথম দিন থেকে যা হয়ে আসছে।  চালচিত্রের কোনও পরিবর্তন আজ পর্যন্ত হয়নি। প্রতিমার রূপ মায়ের মতন।  রীতি নিয়ম মেনে প্রতিমাকে ভোগ নিবেদন করা হয়।  মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতন।